আপনজন ডেস্ক: মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি জানিয়েছেন, গাজা পুনর্গঠনের জন্য মিশরের পরিকল্পনা প্রস্তুত। আগামী ৪ মার্চ জরুরি আরব সম্মেলনে এ পরিকল্পনা উপস্থাপন করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়া এবং ফিলিস্তিনিদের পুনর্বাসনের পরিকল্পনা প্রকাশের পর থেকেই এটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ফিলিস্তিন ও আরব দেশগুলো এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে এবং এখন কূটনৈতিকভাবে এর মোকাবিলা করার উদ্যোগ নিচ্ছে।
গাজা নিয়ে মিশরের পরিকল্পনায় ফিলিস্তিনিদের নিজ ভূমিতে রাখার নিশ্চয়তা রাখা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি জানান, মিশরের এই পুনর্গঠন পরিকল্পনাটি শুধুমাত্র মিশর বা আরব দেশগুলোর উদ্যোগ নয়, বরং এটি আন্তর্জাতিক সহায়তা ও তহবিল দ্বারা বাস্তবায়িত হবে। তিনি বলেন, পরিকল্পনাটি আরব সম্মেলনে গৃহীত হলে আমরা প্রধান দাতা দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করব, যাতে এর সফল বাস্তবায়ন নিশ্চিত করা যায়।
ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে গাজার অর্থনৈতিক পুনর্গঠনে ইউরোপের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিশ্চিত করতে মিশর তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সফল বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। এখন আমাদের দ্বিতীয় ধাপে যাওয়ার প্রস্তুতি নিতে হবে, যা দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি আরব সম্মেলনের পর সৌদি আরবে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বজুড়ে সম্মেলনের সিদ্ধান্ত প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি বলেন, আরব সম্মেলনের সিদ্ধান্ত বিশ্ব দরবারে যথাযথভাবে উপস্থাপন করার বিষয়টি আমরা নিশ্চিত করবো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct