আপনজন ডেস্ক: রমজানের প্রথম দিন দুবাইয়ে ইফতারের প্যাকেট বিতরণ করতে দেশে ফেরার ফ্লাইট বিলম্বিত করলেন মার্কিন অভিনেতা টেরি ক্রুজ। খালিজ টাইমস জানিয়েছে, এই আমেরিকান অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক শনিবার (১ মার্চ) দুবাইয়ের একটি শ্রম শিবিরে ‘দ্য গিভিং ফ্যামিলি’ আয়োজিত ইফতার প্যাক করতে ব্যস্ত সময় পার করেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে টেরি ক্রুজকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তিনি জানাচ্ছেন, তাদের সঙ্গে থাকতে পেরে তিনি ‘সম্মানিত’ বোধ করছেন।
স্বেচ্ছাসেবীদের উদ্দেশে তিনি বলেন, আমার আসলে দম বন্ধ হয়ে আসেছিল। আমি আপনাকে জানাতে চাই যে, আপনারা এখানে যা করছেন তা অনেকের কাছে অনেক কিছু। ‘দ্য গিভিং ফ্যামিলি’র সহ-প্রতিষ্ঠাতা জেহরা রিজভি বলেন, ১ মার্চ এই অভিনেতার যখন ফ্লাইট ধরার কথা ছিল, তখন আমরা তাকে আমাদের ইফতারের উদ্যোগের কথা জানাই। তখন তিনি দেশে ফিরে যেতে বিলম্ব করেন। তিনি প্রায় দেড় ঘণ্টা ধরে আমাদের ইফতারের বাক্স প্যাক করতে সহায়তা করেন। তিনি সময় নিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিচিত হন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি সত্যিই খুব মিষ্টি।
২০১৭ সালে শ্রমিকদের মধ্যে খাবার বিতরণের একটি ছোট উদ্যোগ হিসাবে শুরু হওয়া ‘দ্য গিভিং ফ্যামিলি’ একটি বিস্তৃত ইফতার খাবার বিতরণ আন্দোলনে পরিণত হয়েছে। শত শত লোক প্রতি রমজানে খাবার বিতরণ করতে স্বেচ্ছাসেবী হয়।
ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান ফাদি মুসালেত, কানাডিয়ান জেহরা রিজভি এবং আলজেরিয়ান ব্রিটিশ সাবরিনা রাবি এই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা। এই বছর কমপক্ষে অর্ধ মিলিয়ন প্যাকেট খাবার বিতরণ করার লক্ষ্য নিয়েছে তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct