আপনজন: এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন রায়দিঘি থানার অন্তর্গত বকুলতলাতে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের কে নিয়ে কর্মশালা। রবিবার আনুষ্ঠানিকভাবে ডিজিটাল মিডিয়ার কর্মশালার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার,
অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্ট জেলা সম্পাদক আব্দুল হাকিম মোল্লা, ডি এন নিউজ বাংলার এডিটর আব্দুল সাত্তার মীর,
সাংবাদিক সানওয়ার হোসেন সহ বিশিষ্টজনেরা। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এতদিন ডিজিটাল মিডিয়ার কোন গুরুত্ব দেওয়া হয়নি। প্রায় কয়েকদিন আগে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের কে নিয়ে কলকাতাতে আয়োজন করা হয় অনুষ্ঠান। তারপর সেই সংগঠনকে চাঙ্গা করতে জেলা জেলায় শুরু করা হলো সাংবাদিক কর্মশালা। পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা সাংবাদিকদেরকে কাজের প্রশংসা করেন। ও ফলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হতো সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত কর্মীদের । মূলত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সমাজে বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজ করাই হবে এই ডিজিটাল মিডিয়ার ফেডারেশন মূল উদ্দেশ্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct