আপনজন: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক রতুয়া থানা এলাকায়। গত বৃহস্পতিবার বিহার থেকে বাংলায় বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করল মালদার রতুয়া থানার পুলিশ।নাকা পয়েন্টে চেকিং চলাকালীন বাংলা-বিহার নাকা পয়েন্ট থেকে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রাজ্জাক সেখ ওরফে টোটা, বয়স ৩৫ বছর। বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর এলাকায়। পুলিশ তার হেপাজত থেকে উদ্ধার করেছে চারটি সেভেন এমএম পিস্তল, চারটি ম্যাগজিন ও চার রাউন্ড কার্তুজ। এছাড়াও ধৃতের একটি মোটর বাইক পুলিশ বাজেয়াপ্ত করেছে। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার।
যদিও এই ঘটনার বৃত্তান্ত কিন্তু রবিবার রতুয়া থানায় বসে প্রেস বিবৃতি দিয়ে গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন চাঁচল এসডিপিও সোমনাথ সাহা। তিনি জানান, ঘটনার দিন রাতে রতুয়া থানার মহানন্দাটোলা ফাঁড়ির পুলিশ বাংলা-বিহার সীমান্তের নাকাটি ব্রীজ এলাকায় নাকা চেকিং করছিল। ওই সময় বিহারের দিক থেকে দুই ব্যক্তি একটি বাইকে চেপে মালদার দিকে আসছিল। কিন্তু পুলিশ দেখে এক ব্যক্তি বাইক থেকে নেমেই চম্পট দেয়। যদিও অপর একজনকে পুলিশ পাকড়াও করে।
জানা গেছে, ধৃতের নাম রাজ্জাক সেখ ওরফে টোটা। তার হেপাজত থেকে উদ্ধার হয় চারটি সেভেন এম.এম পিস্তল, চারটি ম্যাগজিন ও চার রাউন্ড কার্তুজ। ঘটনার পরদিনই ধৃতকে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। আদালত ধৃতকে দশ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। পুলিশ ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত করছে।বিহার থেকে বাংলায় কি কারনে অস্ত্র নিয়ে প্রবেশ করছে এর পিছনে কি ঘটনা রয়েছে তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct