আপনজন: মানসিক চাপ থেকে মুক্ত রাখার জন্য পুলিশ কর্মী , সিভিকদের জন্য বিশেষ ব্যবস্থা কৃষ্ণনগর পুলিশ জেলার। কাউন্সিলিং এর পাশাপাশি মনোবিদ্যা গবেষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল সেমিনার। রবিবার তেহট্ট থানার তেহট্ট ১ ব্লক অফিসের দীনবন্ধু মিত্র মঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ , এসডিপিও (তেহট্ট) শুভতোষ সরকার সহ তেহট্ট মহকুমার সব থানার আই সি, ও সি থেকে পুলিশ কর্মী ও সিভিক কর্মীরা।
পুলিশ কর্তাদের সাথে কথা বলে জানা গিয়েছে, পুলিশ কর্মীদের সকাল থেকে রাত ডিউটি পালন করতে হয়। ছুটির সংখ্যা কম। পুজো হোক বা অনুষ্ঠান সব কিছুতেই পুলিশদের নজর রাখতে হয়। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব পুলিশ কর্মকর্তাদের পালন করতে হয়। এর পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক ঘটনার তদন্ত চালাতে হয়। আর প্রত্যেকদিন টহল দেওয়ার দায়িত্ব তো আছেই। এও জানা গিয়েছে, সপ্তাহের প্রত্যেক দিন কোন না কোন ঘটনার জন্য ঘটনাস্থলে অভিযানও করতে হয়। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সঠিক ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাতের পর রাত খাটতেও হয় তাদের। সব মিলিয়ে সরকারি ছুটি থাকলেও ছুটি কাটানোর উপায় থাকেনা।
চাকরির পাশাপাশি যাতে পুলিশ কর্মীরা মানসিক চাপ থেকে মুক্ত হতে পারে সেই কারণেই কৃষ্ণনগর পুলিশ জেলার এই উদ্যোগ। এদিন মনোবিদ্যা গবেষক সুপর্না সরকার পুলিশ কর্মীদের কাউন্সিলিংয়ের পাশাপাশি মানসিক চাপ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, সেই বিষয়ে নানান ধরনের কর্মসূচি নেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct