আপনজন: বীরভূম জেলায় সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত ফুলুর অঞ্চলে লোহহাট গ্রামের নূর মহম্মদের উন্নত মানের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আধুনিক ও উন্নত মানের চিকিৎসায় এবং চিকিৎসকের পরিসেবায় নূর মোহাম্মদ আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। আজ নুর মোহাম্মদকে দেখার জন্য ফের শান্তিনিকেতন মেডিকেল কলেজে পৌঁছালেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। কাজল শেখ নূর মোহাম্মদ কে দেখে খুবই আনন্দিত কারণ আগের থেকে অনেকটাই সুস্থ তিনি জানান। কাজল শেখ আরো বলেন যে নূর মোহাম্মদ আগে পরিবারের লোকদের চিনতে পারছিলেন না স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন কিন্তু আজ দেখা গেল নূর মোহাম্মদ আস্তে আস্তে তার স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন এবং পরিবারের লোকজনদের চিনতে পারছেন। বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ডাক্তার বাবুর কাছে খোঁজ নেন নূর মোহাম্মদের স্বাস্থ্য সম্পর্কে।
শারীরিক অনেকটাই সুস্থ এবং কথা বলতে পারছেন এছাড়াও তাকে ডাক্তারবাবুর পরামর্শে চলাফেরার সক্ষমতা ফিরে পেয়েছেন। শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবায় কাজল শেখ খুবই আনন্দিত।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct