আপনজন: উত্তরপ্রদেশ, রাজস্থান গুজরাটের ভুয়ো ভোটার রয়েছে হাবড়ায়’ চাঞ্চল্যকর অভিযোগ করলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক । হাবড়া-১ ব্লকের কুমড়া, মছলন্দপুর-২, পৃথিবা ও রাউতাড়া পঞ্চায়েত এলাকায় অনেক ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক ।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘তৃণমূলের বুথ স্তরের কর্মীদের দিয়ে তা খোঁজার কাজ শুরু হয়েছে, এরপর এগুলো বের করে নির্দিষ্ট অথরিটিকে ও দলকে জানাবো।’ হাবড়ায় দুটি পাম্পিং স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন জ্যোতিপ্রিয় । এ বিষয়ে হাবড়া পৌরসভায় দীর্ঘক্ষণ বৈঠক করেন বিধায়ক ৷ পরে হাবড়া-১ পঞ্চায়েত সমিতিতে জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন ৷ বৈঠকে ভুয়ো ভোটার চিহ্নিতকরনে বিশেষভাবে জোর দেন ৷ পাশাপাশি ভুয়ো ভোটার চিহ্নিতকরণের কাজে সকল জনপ্রতিনিধি তৃণমূল নেতা, কর্মী সমর্থকদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন বলে খবর ৷ হাবড়া-১ পঞ্চায়েত সমিতিতে ওই বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা, হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, হাবড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এলাকার মুখ্য তৃণমূল নেতৃত্বরা ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct