আপনজন:পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বোধন হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ৷ শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় নির্মিত ঐ প্রকল্পের উদ্বোধন করেন অশোকনগরের বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ৷ উপস্থিত ছিলেন হাবড়া-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরিফুল রহমান, কর্মাধ্যক্ষ গুপী মজুমদার, শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান প্রমুখ ৷
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন করে এ দিন নারায়ণ গোস্বামী পরিবেশ সচেতনতার বার্তা দেন ৷ বলেন, ‘সময়ের পরিপেক্ষিতে আমাদেরকে আবারও একটা অভ্যাস গড়ে তুলতে হবে ৷ বাড়ির পচনশীল-অপচনশীল বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে জমা করতে হবে, তারপর পঞ্চায়েতের তরফে গাড়ি পাঠিয়ে তা সংগ্রহ করে এনে নির্দিষ্ট স্থানে জমা করা হবে ৷’ জলবায়ু পরিবর্তনের কথা তুলে ধরে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর পরামর্শ দেন বিধায়ক ৷ ড্রেন পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে ডেঙ্গু সচেতনতারও পাঠ দেন নারায়ণ গোস্বামী ৷ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য সরকারি নিয়মে প্রত্যেকটি পরিবারকে দৈনিক ১ টাকা করে কর দিতে হবে বলেও জানান তিনি ৷ নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীকে সহযোগিতা করার অনুরোধ জানান। প্রধান জানান, ‘গ্রাম পঞ্চায়েত এলাকায় আপাতত চারটি সংসদ কে নিয়ে প্রকল্পের সূচনা করা হয়েছে, আগামী মার্চ মাসের মধ্যে সমগ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে ৷’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct