আপনজন: রমজান শুরু হতেই সমস্ত ফলের দাম আচমকা বেড়ে গিয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে করার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ।রমজান শুরু হতেই চড়চড়িয়ে বাড়ছে ফলের দাম। গত কয়েক বছরের তুলনায় এ বার ফলের দাম অনেকটাই বেশি। ফলে আতান্তরে সাধারণ মানুষ।
রবিবার থেকে শুরু হয়েছে রমজান মাস। সারা দিন ধরে উপবাস সেরে সন্ধ্যায় ফল খেয়েই উপবাস ভঙ্গ করেন মুসলিমরা। অথচ ফলের দাম যে ভাবে ঊর্ধ্বমুখী, তাতে মধ্যবিত্তের পক্ষে ফলের দিকে হাত বাড়ানোটাই মুশকিলের হয়ে উঠেছে।
বর্তমান বাজারদর অনুযায়ী, এক কিলো কলার দাম ২৫ টাকা থেকে ৪০ টাকা। দিন সাতেক আগে কেজি প্রতি আপেলের দাম ছিল ১০০ থেকে -১৮০ টাকা,দাম, কাগজি লেবু তিন টাকা পিছ ছিল সেটা বের হয়েছে ৭ টাকা আঙ্গুর,তরমুজ, খেজুর, এমন কি সবজি জিনিসেরও দাম আকাশ ছোঁয়া।
বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দাম, নগর খড়গ্রাম পাঁচগ্রাম নবগ্রাম, কুলি বড়ঞা পাঁচথীবি, আন্দি ডাকবাংলা, কান্দি। ভরতপুর সালার, ফলের দাম এবং সবজির দাম এক এক জায়গায় এক এক রকম। বাবুল শেখ, ও হাসিবুর শেখ বলেন রমজান মাস শুরুতে ফলের দাম এতটাই বেড়ে গেছে গরিব পরিবার গুলির কেনার সাধ্যের বাইরে হয়ে গেছে।
সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাইছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct