আপনজন: আজ থেকে শুরু হয়েছে প্রবিত্র রমজান মাসের প্রথম রোজা। মুর্শিদাবাদের পাশাপাশি কান্দির বিভিন্ন এলাকায় সকাল থেকেই মুদী দোকান থেকে সব্জীর দোকানে যেমন ভিড় জমেছে তেমনী ভিড় জমেছে ফল থেকে তেলে ভাজার দোকানেও।
ইসলাম ধর্মালম্বী মানুষেরা রমজান মাসকে সবচাইতে পুণ্য বা নেকীর মাস হিসাবে মেনে চলেন। আজ থেকে পবিত্র রমজান মাস ধরে চলবে রোজা বা শিয়াম আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ফল থেকে সব্জি এমন কী মুদির সামগ্রীর চড় চড় করে বেড়েছে দাম।
একদিন আগেই ২০ টাকার তরমুজ আজ বিক্রি হচ্ছে ৩০ টাকার উপরে । ১০ টাকার লেবু ২০ টাকা, এছাড়াও আঙ্গুর, কলা থেকে খেজুর একদিনেই প্রতিকেজীতে দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা।
এ বিষয়ে কান্দির জীবন্তি খুচরো ব্যবসায়ীরা জানান বহরমপুরের আড়ৎ থেকে মাল কেনার সময় বেশী দরে কিনতে হয়েছে। আমাদের কিছু হাত নেই করারো কিছু নেই। এছাড়াও খুচরী ব্যবসায়ী থেকে ক্রেতারা দাম নিয়ন্ত্রনের আর্জি জানান।
এ বিষিয়ে বিশিষ্ট্য শিক্ষক সফিউর রহমান বলেন” রমজান মাসে প্রতিবছর কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহন করলে বাজার দর অনেকটাই নিয়ন্ত্রণ থাকবে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct