আপনজন: রমজান শুরুর আগেই ফলের চাহিদা যেমন বেড়েছে। সেই সঙ্গে চড়চড়িয়ে বাড়ছে ফলের দাম। রবিবার থেকে শুরু হয়েছে মাহে রমজান। সন্ধ্যায় ইফতারের করবেন রোজাদাররা। কিন্তু ফল বাজারে ফলের দরদামের হাল হকিকত দেখতে নলহাটি বাজারে ঘুরে দেখল সংবাদ প্রতিনিধি।তাতে দেখা যাচ্ছে অন্যান্য সাধারণ দিনের তুলনায় বিভিন্ন ফলের দাম কেজিতে ২০টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। দাম আরো বাড়তে পারে বলে তার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সারাদিন ধরে উপবাস থেকে সন্ধ্যায় ফল খেয়ে উপবাস ভঙ্গ করেন মুসলিমরা। তাতে মধ্যবিত্তের পক্ষে ফলের দিকে হাত বাড়ানোটাই মুশকিল হয়ে উঠেছে। বর্তমান বাজারদর অনুযায়ী ৩০ টাকা কেজি কলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আপেল ১৫০ টাকা থেকে ২০০ টাকা। ডালিম ১৮০ থেকে ২০০ টাকা। মৌসুম্বী কুড়ি টাকা পিস। লেবু ছয় টাকা পিস। পাকা পেঁপে ৮০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। তবে খেজুরের দাম প্রতি কেজি দেড়শ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে খেজুর বিক্রি হচ্ছে। কিন্তু গতবারের তুলনায় খানিকটা দাম বেড়েছে খেজুরের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct