আপনজন: যাদবপুরে এর আগে বহুবার একই ধরনের ঘটনা ঘটেছে। বাবুল সুপ্রিয় একবার গিয়েছিলেন তার সঙ্গেও ওখানকার ছাত্ররা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। যাদবপুরকে একটা মুক্তাঞ্চল পরিণত করার চেষ্টা করা হয়। শনিবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ঘটনা প্রসঙ্গে রবিবার এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, শনিবার রাতে আহত ছাত্রকে দেখতে গেলে উপাচার্যকেও নিগৃহীত হতে হয়। শনিবারের ঘটনা প্রসঙ্গে রবিবার বিবরণ দিতে গিয়ে রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান ৪০ থেকে ৫০জন হঠাৎ এসে দাবী তোলে সকলের সঙ্গে বসে ডেপুটেশন নিতে হবে। এসএফআই প্রথমে অনর মনোভাব দেখালো পরে আলাদা করে ডেপুটেশন দেয়। কিন্তু ওখানে চার পাঁচটি আর যে অতি বাম সংগঠন ছিল সকলে দাবি তুলতে থাকে একসঙ্গে সবাইকে নিয়ে বসে ডেপুটেশন নিতে হবে। সেটা কখনোই সম্ভব ছিল না ৪০ - ৫০ জন যদি কোথাও জড়ো হয় সেখানে সুষ্ঠুভাবে ডেপুটেশন জমা দেওয়া হতে পারে না ,হৈচৈ হতে পারে। রাজ্যে শিক্ষামন্ত্রী ও দাবি করেন তাদেরকে বিকাশ ভবনে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাদের কারোর ডেপুটেশন দেওয়ার ইচ্ছে ছিল না। তাদের মূল লক্ষ্য ছিল অশান্তি করবে। তাদের লক্ষ্য ছিল শারীরিকভাবে শিক্ষামন্ত্রীকে নিগৃহীত করবে, হেনস্থা করবে। অধ্যাপকদের যেভাবে আক্রমণ করা হয়েছে ছাত্র হয়ে অধ্যাপকদের মারছে এ ঘটনা খুবই দুর্ভাগ্যজনক বলে রবিবার যাদবপুরের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। এই ঘটনায় তিনি উপাচার্যের কাছে রিপোর্ট তলব করেছেন বলেও জানান। সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিকে বামেদের ছাত্র সংগঠন এসে পাই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে। শিক্ষামন্ত্রী বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার দিন ছাত্র ধর্মঘট ডাকার দায়িত্ব জ্ঞান হীনতার পরিচয়। রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন ধর্মঘট ডাকতে পারে। কিন্তু ডাকেনি। শাসকদলের বিভিন্ন সংগঠন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সোমবার বিকেলে মিটিং মিছিল করবে। কেন্দ্রীয়ভাবে কিছু করা হবে না বলে জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানান তিনি। রবিবার সকালে দলের রাজ্য সভাপতি ও তার কথা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে তার গাড়িতে যে ছাত্র আহত হয়েছেন সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তবে বারবার তিনি একটাই কথা বলেন যারা শনিবার সেখানে গোলমাল পাকিয়েছে তাদের উদ্দেশ্য অন্য কিছু ছিল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ছাত্র সংসদের নির্বাচনের দাবিকে সামনে রেখে শনিবার উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। শিক্ষা মন্ত্রী কে নিগ্রহ করার পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয়। শিক্ষা মন্ত্রীর দেহরক্ষী আহত হন। বেশ কয়েকজন অধ্যাপক ছাত্রদের হাতে নিগৃহীত হন। অপরদিকে একজন ছাত্র শিক্ষামন্ত্রীর গাড়ির বনেট থেকে পড়ে গিয়ে চোখে আঘাত পান এবং গুরুতর আহত হন।
পুলিশ এই ঘটনায় স্বত:প্রণোদিতভাবে দুটি মামলা রুজু করেছে। মোট পাঁচটি মামলা দায়ের হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct