আপনজন: মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাহে রমজানের মাস শুরু হয়েছে রবিবার আর প্রথম রোজার দিনেই ফল ও সবজির বাজারে জিনিসের দাম ঊর্ধ্বমুখী যার কারণে নাভিশ্বাস হয়ে পড়েছে মধ্যবিত্ত পরিবারের মানুষ।
রমজানের আগে কমলার দাম ছিল দশটা পিচ রোজার প্রথম দিনে দাম বেড়ে ১৫ টাকা পিচ হয়ে গিয়েছে,একই ভাবে আঙ্গুর ৮০ টাকা কিলো ছিল খুচরো যার দাম বেড়ে হয়েছে ১৫০ টাকা ,আপেল ২০০ টাকা,খেজুর একটু ভালো নিতে গেলে ৩০০ থেকে ৪০০ টাকা কিলো।
দেশী শসার দাম ৫০ টাকা কিলো।সবজির দাম যেমন বেগুন ৫০ টাকা কিলো , আলু ১৫ সাদা টা,রমজান মাস আসলেই জিনিসের দাম বেড়ে যায় এমনটা জানালেন বিভিন্ন ফলের দোকান দার জানাচ্ছেন গত কাল দাম কম ছিল রোজার প্রথম দিন হঠাৎ করে সব ফলের দাম বাড়তি । যার কারণে আমরা বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে পারছি না।
বাজার করতে আসা এক ব্যক্তি বলেন এত বেশি দাম বেড়ে যাবে ভাবতেই পারিনি।যদি জানতাম তাহলে আগেই ফলের বাজার করে রাখতাম।
সরকারি ভাবে ফল ও সবজির বাজারে নিয়ন্ত্রণ করার প্রয়োজন বলে জানান সকলে।এখন দেখার আর দাম ঊর্ধ্বমুখী হয় না সরকার নিয়ন্ত্রণ করে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct