আপনজন ডেস্ক: দুটি ভিন্ন রাজ্যে ভোটারদের অভিন্ন ভোটার কার্ড নম্বর দেওয়ার খবরের মধ্যে নির্বাচন কমিশন রবিবার বলেছে যে নকল করা মানেই ভুয়ো ভোটার নয়। কিছু ভোটারের ভোটার সচিত্র পরিচয়পত্র (ইপিক) নম্বর “অভিন্ন হতে পারে” তবে জনবিন্যাসের বিবরণ, বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ সহ অন্যান্য বিবরণ আলাদা।
নির্বাচন কমিশন জানিয়েছে, ইপিআইসি নম্বর যাই হোক না কেন, যে কোনও ভোটার কেবল তাদের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের নিজ নিজ নির্বাচনী কেন্দ্রের নির্ধারিত পোলিং স্টেশনে ভোট দিতে পারবেন যেখানে তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন, অন্য কোথাও নয়।
এতে ব্যাখ্যা করা হয়েছে যে সমস্ত রাজ্যের ভোটার তালিকার ডাটাবেস ইআরওনেট প্ল্যাটফর্মে স্থানান্তরিত করার আগে একটি “বিকেন্দ্রীভূত এবং ম্যানুয়াল পদ্ধতি” অনুসরণ করার কারণে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কিছু ভোটারদের অভিন্ন ইপিক নম্বর বা সিরিজ বরাদ্দ করা হয়েছিল। এর ফলে রাজ্যের কিছু মুখ্য নির্বাচনী আধিকারিক একই ইপিক আলফানিউমেরিক সিরিজ ব্যবহার করেছেন এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটারদের নকল এপিক নম্বর বরাদ্দ করার সম্ভাবনা তৈরি হয়েছে। ইসির ওয়েবসাইট অনুসারে, ইরোনেট নির্বাচনী কর্মকর্তাদের “নকল এন্ট্রি অপসারণ এবং মাইগ্রেটেড ভোটারদের অন্তর্ভুক্তির মাধ্যমে” নির্বাচনী ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে। যে কোনও আশঙ্কা দূর করতে কমিশন নথিভুক্ত ভোটারদের জন্য অনন্য ইপিক নম্বর বরাদ্দ নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। ডুপ্লিকেট ইপিক নম্বরের যে কোনও ক্ষেত্রে একটি ইউনিক ইপিক নম্বর বরাদ্দ করে সংশোধন করা হবে। এই প্রক্রিয়ায় সহায়তা করার জন্য ERONET 2.0 প্ল্যাটফর্মটি আপডেট করা হবে।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘এই প্রথম কেউ সুনির্দিষ্ট ভাবে গরমিলটা চিহ্নিত করতে পেরেছেন। হরিয়ানা বা মহারাষ্ট্রে ভোটের আগে কংগ্রেস অনেক হাঁকডাক করল। গরমিলের অভিযোগ তুলল। কিন্তু গরমিল কোথায়, তা দেখিয়ে দিতে পারেনি।
বাংলার মুখ্যমন্ত্রীর তোলা প্রশ্নের কোনও উত্তর তো কমিশন দিতে পারেনি। কী ভাবে এই ঘটনা ঘটল, তার কোনও বিশ্বাসযোগ্য উত্তর নেই। বরং বিবৃতির শেষ দুই স্তবকে কমিশন পুরোপুরি মেনে নিয়েছে, এই অভিযোগ সত্য।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের আর অস্বীকার করার কোনও উপায় নেই।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct