আপনজন ডেস্ক: কারাবন্দী নেতা আবদুল্লাহ ওচালানের আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। শনিবার (১ মার্চ) পিকেকেপন্থী ফিরাত নিউজ এজেন্সিতে (এএনএফ) প্রকাশিত বিবৃতিকে এ ঘোষণা দিয়েছে তারা।
নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীটির এই ঘোষণাকে তুর্কি রাষ্ট্রের সঙ্গে ৪০ বছরের সংঘাত অবসানের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পিকেকের নির্বাহী কমিটি ওচালানকে উদ্ধৃত করে বিবৃতিতে বলেছে, শান্তি ও গণতান্ত্রিক সমাজের জন্য নেতার আহ্বান বাস্তবায়নের পথ প্রশস্ত করতে আমরা আজ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করছি। আমরা বিষয়বস্তুর সাথে একমত এবং আমরা বলছি, আমরা এটি অনুসরণ করব এবং সেটি বাস্তবায়ন করব। আক্রান্ত না হলে আমাদের কোনো বাহিনী সশস্ত্র পদক্ষেপ নেবে না।
এর আগে গত বৃহস্পতিবার কারাগার থেকে দলটিকে অস্ত্র সমর্পণ, দল বিলুপ্ত করা এবং তুর্কি রাষ্ট্রের সঙ্গে কয়েক দশক ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর জন্য একটি ঐতিহাসিক আহ্বান জানান আবদুল্লাহ ওচালান।
পিকেকে বলেছে, তারা আশা করে যে আঙ্কারা ১৯৯৯ সাল থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকা ওচালানকে মুক্তি দেবে, যাতে তিনি এই অস্ত্র সমর্পণ প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারেন। সেই সঙ্গে প্রক্রিয়াটি সফল করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি প্রতিষ্ঠা করা দরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct