আপনজন ডেস্ক: ফের ইসরাইলের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল আমেরিকা। ট্রাম্পের আমলে নেতানিয়াহুর কদর বেড়েছে। গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাতে ইসরাইলকে সায় দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর আগেও ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র–সরঞ্জাম বিক্রি করেছে আমেরিকা। এবারও ইসরাইলের কাছে ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিল ট্রাম্প প্রশাসন। এই যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে বুলডোজার, সংশ্লিষ্ট সরঞ্জাম, বোমা ইত্যাদি।
এই নিয়ে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২.০৪ বিলিয়ন ডলারের বোমা বডি ও ওয়ারহেড, ৬৭৫.৭ মিলিয়ন ডলারের অন্যান্য বোমা বডি এবং গাইডেন্স কিট এবং ২৯৫ মিলিয়ন ডলারের বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এদিকে আমেরিকা থেকে একটার পর জোগান পেয়ে খুশিতে টগবগ করে ফুটছে গণহত্যাকারী নেতানিয়াহু সরকার। বর্তমানে গাজাকে ধবংস করে দেয়া হয়েছে। হামাসকে উৎখাত অপারেশনের নামে গাজায় দিনের পর দিন গণহত্যা থেকে শুরু করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct