নকিবউদ্দিন গাজী, ডা. হারবার, আপনজন: দশ বছর পর খুনের মামলায় দুই ভাইকে দোষী সাব্যস্ত করল আদালত। দু’জনকেই আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
সরকারি আইনজীবী কামাল হাসান, সুদীপ হালদার জানান, ২০১৪ এর ২৯ জানুয়ারি রাতে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার মামুদপুরে বাড়ির সামনে খুন হন হাকিম শেখ নামে ২৫ বছরের এক যুবক। অভিযোগ, শরিফুল শেখ ও মুন্নাফ শেখ হাকিমদের বাড়ির সামনে দাঁড়িয়েই গালিগালাজ করছিল। প্রতিবাদ করতে গিয়ে হাকিমের দাদা হাবিব শেখকে প্রচন্ড মারধর শুরু করে শরিফুল ও মুন্নাফ। দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন হাকিম। তাঁকে লোহার রড দিয়ে প্রচন্ডভাবে মারধর করে খুড়তুতো দুই দাদা শরিফুল ও মুন্নাফ। মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হাকিমকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি এলেও ১ ফেব্রুয়ারি মৃত্যু হয় হাকিমের। এই ঘটনায় মৃতের দাদা হাবিব শেখ ফলতা থানায় শরিফুল ও মুন্নাফের নামে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। খুনের ঘটনায় দশ বছরের বেশি চলা এই মামলায় শেষপর্যন্ত শুক্রবার দোষী সাব্যস্ত হয় দুই অভিযুক্ত। শনিবার ডায়মন্ডহারবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়প্রকাশ সিংয়ের আদালতে দোষী সাব্যস্ত দুই ভাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct