আপনজন ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এবার প্রকাশ্যে আন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।এ ব্যাপারে পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র ও বিক্ষোভে সমাবেশের সংগঠক ড. সৈয়দ কাসিম রসুল ইলিয়াস একটি প্রেস বিবৃতিতে শনিবার জানিয়েছেন, ১০ মার্চ দিল্লির যন্তর মন্তরে এই বিলের বিরুদ্ধে একটি বড় বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এই বিক্ষোভের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করা হবে যাতে এই বিলটি প্রত্যাহার করা হয়। এআইএমপিএলবি বিরোধী দল এবং নাগরিক সমাজকেও এই প্রতিবাদে যোগদানের জন্য আবেদন করেছে। কাসিম রসুল ইলিয়াস বলেন, মুসলিম পার্সোনাল ল বোর্ড, বিভিন্ন মুসলিম সংগঠন এবং মুসলিম সম্প্রদায় কেন্দ্রীয় সরকার এবং যৌথ সংসদীয় কমিটির কাছে বেশ কয়েকবার তাদের প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, সরকার কর্তৃক প্রবর্তিত এই ওয়াকফ সংশোধনী বিল ওয়াকফ সম্পত্তি দখল এবং ধ্বংস করার ষড়যন্ত্র, যা অবিলম্বে প্রত্যাহার করা উচিত। তিনি অভিযোগ করেন যে সংখ্যালঘুদের ধর্মীয় ও সামাজিক বৈশিষ্ট্য দুর্বল করার লক্ষ্যে এই বিল আনা হয়েছে। ডঃ ইলিয়াস বলেন, এখন যখন সরকার সংসদে এই বিলটি পেশ করতে চলেছে, তখন বোর্ডের কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে সরকার এবং রাজনৈতিক দলগুলিকে এই বিষয়টি সম্পর্কে সচেতন করতে এবং প্রতিবাদ জানাতে ১০ মার্চ দিল্লির যন্তর মন্তরে একটি ধর্না অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এবং এর উদ্দেশ্য হল সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ সম্পর্কে সরকারকে সচেতন করা। আরও জানানো হয়েছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের শীর্ষ নেতৃত্ব ছাড়াও, সমস্ত প্রধান ধর্মীয় ও জাতীয় সংগঠনের কেন্দ্রীয় নেতারা এই প্রতিবাদে উপস্থিত থাকবেন। বোর্ড আরও স্পষ্ট করে জানিয়েছে যে এই বিক্ষোভ কেবল মুসলিম সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দলিত, উপজাতি, ওবিসি সমাজের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতারাও এতে অংশগ্রহণ করবেন।
এই প্রতিবাদকে আরও কার্যকর করার জন্য দিল্লি ছাড়াও অন্যান্য শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ৭ মার্চ, ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং পাটনায় বিধানসভার সামনে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct