আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি ভোটার তালিকায় জাল ভোটার যোগ করছে বলে অভিযোগ করার একদিন পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) বলেছেন, রাজনৈতিক দলগুলির নিযুক্ত বুথ লেভেল এজেন্ট (বিএলও) এর কর্মকর্তারা ভোটার তালিকা আপডেট করছেন। তাই তার দায় তাদের। সিইও জোর দিয়ে বলেন, কোনও নির্দিষ্ট দাবি বা আপত্তি পশ্চিমবঙ্গের বিএলও, এইআরও (সহকারী নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা) এবং ইআরও (নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা) এর কাছে পরিচালিত করা উচিত। পশ্চিমবঙ্গের সিইও এক্স-এ পোস্ট করে বলেছে, পশ্চিমবঙ্গে সংশ্লিষ্ট ৮০,৬৩৩টি বিএলও, ৩,০৪৯টি এ.আর.ও এবং ২৯৪টি ইআরও-র সামনে কোনও নির্দিষ্ট দাবি বা আপত্তি প্রথমে করতে হয়। তাই ভোটার তালিকায় কারচুপির দায় ঠেলে দেন তাদের উপর। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন রাজ্যের বাসিন্দাদের একই এপিক নম্বর দিয়েছে হরিয়ানা ও গুজরাতে বাসিন্দাদের। তাই ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তোলা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct