আপনজন ডেস্ক: এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার সম্ভলের জামা মসজিদ রমজান উপলক্ষে রং করার আবেদনে সায় দেয়নি। যদিও মসজিদ চত্বরকে পরিষ্কার করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) কে নির্দেশ দিয়েছে। মসজিদ রং করার বিষয়ে আদালত কোনো নির্দেশ দেয়নি। রমজান মাসের আগে জামা মসজিদের ব্যবস্থাপনা কমিটি মসজিদটি রং করা ও পরিষ্কার করার অনুমতি চেয়ে আবেদন করার পরে এই আদেশ আসে।
বৃহস্পতিবার হাইকোর্ট এএসআইকে মসজিদ পরিদর্শন করে শুক্রবার সকাল ১০টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলে। সেই মতো এএসআইয়ের যুগ্ম ডিরেক্টর জেনারেল মদন সিং চৌহান; জুলফেকার আলী, পরিচালক, স্মৃতিস্তম্ভ এবং মিরাট সার্কেলের এএসআই প্রত্নতাত্ত্বিক বিনোদ সিং রাওয়াত মসজিদ পরিদর্শন করে একটি প্রতিবেদন জমা দেয়। তাতে বলা হয়, জামা মসজিদের অভ্যন্তরে সিরামিক রঙ রয়েছে এবং তাই রং করার প্রয়োজন নেই। এরপর বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল নির্দেশ দেন শুধু মসজিদ চত্বর পরিষ্কার করার জন্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct