আপনজন ডেস্ক: শুক্রবার সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। তাই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। উল্লেখ্য, সৌদি আরব ও ভারতে শুক্রবার ছিল শাবান মাসের ২৯ তারিখ। তাই দুদেশেই শনিবার থেকে রোজা শুরুর সম্ভাবনা ছিল। অন্যদিকে, ভারতের কোথাও রমজানের চাঁদ দেখা না যাওয়ায় দেশজুড়ে রমজান শুরু হবে রবিবার থেকে। এ ব্যাপারে দিল্লির আমিরাতে শরীয়াহ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে জানিয়েছে, দেশের কোথাও থেকে রমজানের চাঁদ দেখার কোনও তথ্য না পাওয়ায় প্রথম রোজা ২ মার্চ রবিবার পালিত হবে। ভারতের শরিয়াহ আমিরাতও এই বিষয়ে একটি প্রেস বিবৃতি জারি করেছে। আমিরাতে শরীয়াহ আরও জানিয়েছে, শুক্রবার মাগরিবের নামাজের ঠিক পরে, দিল্লি প্রদেশের উপ-আমির শরিয়ত এবং হাদিস মাদ্রাসা আমিনিয়া কাশ্মীরি গেটের শেখ মুফতি মুহাম্মদ জাকাওয়াত হুসেন কাসমির সভাপতিত্বে ভারতের আমিরাতে শরীয়াহর অফিস ১- বাহাদুর শাহ জাফর মার্গ, নয়াদিল্লিতে রুইয়াত-ই-হিলাল কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনায় বলা হয়, শুক্রবার চাঁদ দেখার ব্যবস্থা করা হয়েছিল। আবহাওয়া মেঘলা থাকায় চাঁদ দেখা যায়নি। দেশের বিভিন্ন স্থান থেকে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোথাও থেকে কোনও দেখার খবর পাওয়া যায়নি। তাই শাবান মাস ৩০ দিনের ধরে নিয়ে রবিবার ১৪৪৬ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করা হয়।এদিকে, পশ্চিমবঙ্গের কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে কলকাতার মসজিদে নাখোদা মারকাজি রুহিয়াত কমিটির পক্ষ থেকে অহ্বাক নাসের ইব্রাহিম এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার রমজানুল মুবারক মাসের কোনও চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র রমজান মাস রবিবার থেকে শুরু হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct