আপনজন ডেস্ক: এক দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হামের কারণে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে টিকা দেওয়া হয়নি এবং টেক্সাসে এই অত্যন্ত সংক্রামক রোগের প্রাদুর্ভাবের মধ্যে সে আক্রান্ত হয়েছিল। টেক্সাসের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আলজাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য বিভাগ স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে জানায়, উত্তর-পশ্চিম টেক্সাসের লাবোক শহরে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্কুলপড়ুয়া ওই শিশু রাতে মারা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, এই মৃত্যু যুক্তরাষ্ট্রে টিকাদানের হার হ্রাস ও শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে টিকাবিরোধী মনোভাবাপন্ন রবার্ট এফ কেনেডি জুনিয়রের নিয়োগ ঘিরে বিতর্কের মধ্যেই ঘটল। তিনি ভ্যাকসিনের সঙ্গে অটিজমের সম্পর্ক রয়েছে বলে একটি বৈজ্ঞানিকভাবে অস্বীকৃত মত প্রচার করেছেন। এই বছর টেক্সাস ও এর পাশের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে হামে আক্রান্ত ১৩০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে, যাদের প্রায় সবাই টিকা নেননি। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের বেশির ভাগই মেনোনাইট খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য, যাদের একটি অংশ টিকার বিষয়ে সন্দেহপ্রবণ বলে পরিচিত। এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই প্রাদুর্ভাব নিয়ে কথা বলতে গিয়ে কেনেডি এটি তেমন গুরুতর নয় বলে মন্তব্য করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘এ বছর দেশে চারটি হাম প্রাদুর্ভাব ঘটেছে। গত বছর এই সংখ্যা ছিল ১৬। তাই এটি অস্বাভাবিক কিছু নয়। আমাদের দেশে প্রতিবছরই হাম প্রাদুর্ভাব দেখা যায়।’ প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণের সংখ্যা প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ এক হাজার ২৭৪-এ পৌঁছয়। তবে কভিড-১৯ মহামারির সময় তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ২০২৪ সালে দেশটিতে ২৮৫টি হাম আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ২০২৩ সালের ৫৯ ও তার আগের বছরের ১২১টির তুলনায় অনেক বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০০ সালে ঘোষণা করেছিল, যুক্তরাষ্ট্র থেকে হাম নির্মূল হয়েছে, যার অর্থ দেশটিতে এক বছরের বেশি সময় ধরে কোনো প্রাদুর্ভাব স্থায়ী হয়নি।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বাড়তে থাকা টিকাবিরোধী মনোভাবের কারণে সেই অবস্থান হুমকির মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ হামজনিত মৃত্যুর ঘটনা ঘটে ২০১৫ সালে। সে বছরের আগে টানা ১২ বছর এ রোগে কেউ মারা যায়নি।
যেসব ব্যক্তি টিকা নেননি, তাদের জন্য হাম মারাত্মক হতে পারে, বিশেষ করে যেসব শিশুর বয়স খুব কম ও যারা সাধারণত টিকার উপযোগী হয় না। সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে হাম আক্রান্ত প্রতি পাঁচজন টিকা না পাওয়া ব্যক্তির মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং প্রতি ২০ জন আক্রান্ত শিশুর মধ্যে একজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct