আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা তার সর্বশেষ বৈঠকে ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪-এ অনুমোদন দিয়েছে। সংসদে জমা দেওয়া যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) প্রতিবেদনে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনী অন্তর্ভুক্ত করে সংশোধিত বিলটি অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় সরকার সংসদের বাজেট অধিবেশনের আসন্ন দ্বিতীয় অংশে পাসের জন্য বিলটি তার সংশোধিত আকারে প্রবর্তন করতে পারে। বিরোধী সাংসদদের প্রস্তাবিত সমস্ত সংশোধনী পরাজিত হলেও, বিজেপির সাংসদ এবং অন্যান্য এনডিএ সদস্যদের প্রস্তাবিত সংশোধনী গ্রহণ করা হয়েছে। ইসলামী ঐতিহ্যে, ওয়াকফ হল সম্প্রদায়ের সুবিধার জন্য মুসলমানদের দ্বারা প্রদত্ত একটি দাতব্য বা ধর্মীয় দান। এই ধরনের সম্পত্তি বিক্রি বা অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, যা বোঝায় যেওটি আল্লাহর সম্পত্তি। এসব সম্পত্তির একটি বড় অংশ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার কাজে ব্যবহৃত হয়। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দাবি, এই বিলের উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জগুলির প্রতিকার করার জন্য ১৯৯৫ সালের ওয়াকফ আইন সংশোধন করা। মোদি সরকার ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর নাম পরিবর্তন করে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএমইইডি) বিলের নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জেপিসি তার সুপারিশে বলেছে, ওয়াকফ বোর্ড এবং সম্পত্তিগুলির পরিচালনা ও দক্ষতা বাড়ানোই বিলের লক্ষ্য। এই বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিম নিয়োগ ও সম্পত্তি নির্ধারণে জেলা কালেক্টারের ক্ষমতা দেওয়ায় মুসলিম সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কার প্রতিবাদে সরব হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে শীর্ষ মুসলিম সংগঠনগুলি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct