আপনজন: হাওড়া কর্পোরেশনের অন্তর্গত মধ্য হাওড়া বিধানসভার বেলিলিয়াস রোড দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তায় বয়স্ক মানুষ সহ ছাত্রছাত্রীরা হামেশা দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয় মানুষ বিভিন্ন দপ্তরে বারবার আবেদন নিবেদন করেছেন, কিন্তু কোন সুরাহা মেলেনি। তাই আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ঐ রাস্তায় অবরোধ কর্মসূচি চলে। ঐ অবরোধ চলাকালীন পুলিশ আসে ও চারজনকে গ্রেফতার করে। গ্রেফতার হয়েছেন নাসির খান, ইরফান আনসারি, মোহাম্মদ ইরফান ও সাহাবাজ আনসারি।
পুলিশের অভিযোগ, অবরোধ চলাকালীন একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। কিন্তু এটা পুরোপুরি নাটক ও পুলিশের অভিযোগ মিথ্যা। এই সাজানো ঘটনার পুরো ভিডিও ফুটেজ রয়েছে। আইএসএফ পুলিশের এই মিথ্যা অভিযোগের তীব্র সমালোচনা করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাস্তা সারাইয়ের নামে পূর্ত দপ্তরের কোটি, কোটি টাকা নয়ছয় হচ্ছে। এই দপ্তরে ঘুঘুর বাসা রয়েছে। অবিলম্বে আইএস এফ কর্মীদের নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দল।
দলের জেলা নেতৃত্বের পক্ষে থানায় একটি প্রতিনিধিদল গিয়ে ধৃত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে। কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
একটি সম্পূর্ণ গণতান্ত্রিক, শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ অহেতুক কালিমালিপ্ত করছে। অবরোধে অনেক মহিলাও অংশ নিয়েছিলেন। তাদের ওপরও পুলিশ চড়াও হয়। কিন্তু কোন মহিলা পুলিশ ছিল না। জেলা নেতৃত্বের পক্ষে থানায় যান আইনজীবী সেখ সাবির আহমেদ ও আফতাবুদ্দিন মোল্লা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct