আপনজন ডেস্ক: ২০২০ সালের ফেব্রুয়ারি দাঙ্গার সঙ্গে সম্পর্কিত একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে বেকসুর খালাস করল দিল্লির একটি আদালত।
অতিরিক্ত দায়রা বিচারক পুলাস্ত্য প্রমাচালা গোকুলপুরী থানায় দায়ের করা মহম্মদ শাহনওয়াজ ওরফে শানুর বিরুদ্ধে মামলার শুনানি করেন।
সরকারি কৌঁসুলির অভিযোগ, ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লির চমন পার্কের একটি গুদামে দিলবর নেগি নামে এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ পাওয়া যায়। অভিযোগ, পেট্রোল বোমা মেরে গুদামে আগুন ধরিয়ে দেওয়ার সময় শাহনওয়াজের সক্রিয় ভূমিকা ছিল, যার ফলে নেগি মারা যান।
২৪ ফেব্রুয়ারি আদালত তার আদেশে বলেছিল যে রাষ্ট্রপক্ষের একজন প্রধান প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখেছেন বলে অস্বীকার করেছেন এবং অন্য একজন প্রধান সাক্ষীর জবানবন্দি “নড়বড়ে” এবং শাহনওয়াজের পরিচয় সম্পর্কে অনিশ্চিত ছিলেন। আরেকজন প্রত্যক্ষদর্শী এমনকি রাত ৯টার দিকে অভিযুক্তকে গোডাউনে ঢুকতে দেখেছেন বা সেই সময় দাঙ্গাকারীদের আগুন লাগাতে দেখেছেন বলে তিনি অস্বীকার করেছেন। তিনি মিথ্যা অভিযোগ করেছিলেন যে দাঙ্গাকারীদের থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দাঙ্গাকারীরা তার কথা শোনেনি।
আদালত জানায়, নিহতের লাশ উদ্ধারের পরপরই গুদামের মালিক ও তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে আসামির নাম উল্লেখ করেননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct