জে এ সেখ , বর্ধমান, আপনজন: বর্তমান অবক্ষায়িত সমাজে যখন বিভেদের বাণী, পারস্পরিক হিংসা-বিদ্বেষ ক্রমাগত বেড়ে চলেছে, ঠিক সেই সময়ে মহামানব হযরত মুহাম্মদ (সা:) -এর জীবনের নানা দিক নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের আটাঘর তাজপুর হাই মাদ্রাসায়। ছাত্রছাত্রীদের নিয়ে নবীজির সীরাত বিষয়ক মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাওলানা মুহাম্মদ মহসিন সাহেব, মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ সামসুদ্দিন, শিক্ষিকা কবিতা রায়-কেশ , শিক্ষক সেখ নাসির উদ্দিন , সৌরেন্দ্র কোনার প্রমুখ। মাদ্রাসার শিক্ষক কৌশিক দে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে তা আমাদের বাস্তব জীবনে প্রয়োগের দিশা দেখান। এ প্রসঙ্গে তিনি তিনি একটি সুন্দর কবিতাও আবৃত্তি করেন। যার মূল ভাবনায় ছিল সম্প্রীতি, সহনশীলতা ও মহানুভবতা। এদিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা কেরাত ,গজল, নাতে রসূল, মুহাম্মদ (সা:)-এর বিভিন্ন বাণী ও নবী জীবন নিয়ে কবিতা, বক্তব্য পরিবেশিত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct