আজিম শেখ , বীরভূম, আপনজন: ওয়াকফ সম্পত্তি রক্ষা ও কেন্দ্রের বিতর্কিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া দেশজুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ বীরভূম জেলার নলহাটি বিধানসভার ফতেপুর মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, রাজ্য সাধারণ সম্পাদক (অর্গানাইজিং) সুমন মন্ডল, প্রাক্তন রাজ্য সভাপতি মোঃ সাহাবুদ্দিন, বীরভূম জেলা সভাপতি মোঃ জসিমুদ্দিনসহ অন্যান্য নেতৃত্ব ও আলেমগণ।
সভায় রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, “বিজেপি সরকার মুসলমানদের উচ্ছেদ করতে ওয়াকফ সম্পত্তি লুটের গভীর ষড়যন্ত্রে লিপ্ত। অথচ তৃণমূল, কংগ্রেস ও সিপিআইএম নীরব দর্শকের ভূমিকায়! তৃণমূল সরকার মুসলমানদের ভোটে ক্ষমতায় এলেও এখন সম্পূর্ণ নিশ্চুপ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানদের রক্ষক সাজতে চান, কিন্তু যখন মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, তখন তিনি নির্বাক!” তিনি আরও বলেন, “কংগ্রেস ও সিপিআইএমও মুসলমানদের স্বার্থ রক্ষার নামে প্রতারণা করেছে। বাস্তবে ওয়াকফ সম্পত্তি লুটের চক্রান্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাও জড়িত। এসডিপিআই স্পষ্ট করে জানিয়ে দিতে চায়—আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব, মুসলিমদের সম্পত্তি রক্ষায় একচুলও আপস করব না!”
প্রাক্তন রাজ্য সভাপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, ভারতে ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় ৮ লক্ষাধিক একর, যার বাজারমূল্য ১ লক্ষ ৪ হাজার কোটি টাকা, যা থেকে বার্ষিক আয় হয়— ১২ হাজার কোটি টাকা। বিজেপি সরকার পরিকল্পিতভাবে মুসলমানদের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করতে এই সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটি শুধু সম্পত্তির দখল নয়, এটি হিন্দু রাষ্ট্র গড়ার গভীর ষড়যন্ত্রের অংশ!”
বীরভূম জেলা সভাপতি মোঃ জসিমুদ্দিন বলেন, “ওয়াকফ সম্পত্তি শুধু ধর্মীয় বিষয় নয়, এটি মুসলিম সমাজের জন্য উৎসর্গীকৃত। ব্রিটিশরা এই সম্পত্তি দখল করতে চেয়েছিল, আর এখন বিজেপি সরকার সেই ষড়যন্ত্র আরও ভয়ঙ্করভাবে বাস্তবায়ন করছে।”
তিনি আরও বলেন, “অতীতে ওয়াকফ সম্পত্তি থেকে মাদ্রাসা, হাসপাতাল, মসজিদ ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান পরিচালিত হতো। এখন এগুলো ধ্বংসের মুখে! আমাদের ঐতিহ্য রক্ষা করতেই হবে, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না!”
এসডিপিআই নেতৃত্ব ঘোষণা করেন, ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে আন্দোলন আরও তীব্র করা হবে। জনসাধারণকে আহ্বান জানিয়ে তারা বলেন, “যারা আমাদের সম্পদ কেড়ে নিতে চাইছে, তাদের রাস্তায় দাঁড়িয়ে জবাব দিতে হবে!”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct