আপনজন ডেস্ক: ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও গত বছরের শেষদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেন। এখন পর্যন্ত নির্দিষ্টভাবে দিনক্ষণ ঠিক করা না হলেও রোনাল্ডোসহ বাকিরা প্রস্তুতি শুরু করেছেন নিজেদের মতো করে। তবে এরই মধ্যে সিবিএফের নির্বাচনী কাঠামো, প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে আঙুল তুললেন দেশটির বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
দেশের ফুটবল সংস্থার এই নির্বাচনে হস্তক্ষেপের জন্য ইতিমধ্যে ফিফা, কনমেবল, স্টেট ফেডারেশনসহ ব্রাজিলের ক্লাবগুলোতে চিঠি দিয়েছেন রোনাল্ডো। সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিমা লেখেন, ‘আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে সিবিএফের আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কিন্তু আমি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তার অভাব নিয়ে উদ্বিগ্ন বোধ করছি, যা কি না নির্বাচনের নিরপেক্ষতা ও বৈধতার সঙ্গে আপস করতে পারে।’ সেই চিঠিতে ফিফা এবং কনমেবলকে নির্বাচন তদারকি করার অনুরোধও জানান এই ৪৮ বছর বয়সী সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। তিনি লেখেন, ‘নির্বাচনী প্রক্রিয়ার অধিকতর স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা নিশ্চিত করতে আমি ফিফা ও কনমেবলের প্রতি অনুরোধ করছি যেন সরাসরি এই নির্বাচনে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct