আপনজন ডেস্ক: উমরাহ পালনে ইচ্ছুকদের মেনিনজাইটিস টিকা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১ মার্চ থেকে উমরাহ পালন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিরোধমূলক স্বাস্থ্য বৃদ্ধি এবং সংক্রামক রোগের বিস্তার কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এতে আরও বলা হয়েছে, মন্ত্রণালয় প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন নিশ্চিত করার জন্য উমরাহর কমপক্ষে ১০ দিন আগে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গত পাঁচ বছরের মধ্যে টিকা নেওয়া ব্যক্তিদের বুস্টার ডোজের প্রয়োজন নেই। কেননা, এই সময়কাল জুড়ে টিকা কার্যকর থাকে। এছাড়া মন্ত্রণালয় প্রাপ্তবয়স্ক টিকাদান ক্লিনিকগুলোতে টিকা গ্রহণের জন্য সেহহাটি অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করার আহ্বান জানিয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি, সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) উমরাহ যাত্রীদের নেইসেরিয়া মেনিনজাইটিসের বিরুদ্ধে টিকা নেওয়ার পূর্ববর্তী নির্দেশিকা স্থগিত করার ঘোষণা দেয়, যা আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct