আপনজন ডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার অভিযোগ করেছেন সরকার এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের বৃত্তি “ছিনিয়ে নিয়েছে”। তিনি দাবি করেন, বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগান দুর্বল শ্রেণির আশা আকাঙ্ক্ষাকে উপহাস করে। খাড়গে প্রশ্ন তোলেন, দেশের দুর্বল অংশের ছাত্রছাত্রীরা সুযোগ না পাওয়া পর্যন্ত এবং তাদের দক্ষতাকে উৎসাহিত না করা পর্যন্ত কীভাবে যুবকদের জন্য কর্মসংস্থান বাড়ানো হবে? খাড়গে এক্স-এ হিন্দিতে একটি পোস্টে বলেন, নরেন্দ্র মোদিজি, আপনার সরকার দেশের এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু বিভাগের যুবকদের বৃত্তি ছিনিয়ে নিয়েছে। লজ্জাজনক সরকারি পরিসংখ্যান বলছে, মোদি সরকার সমস্ত বৃত্তিতে সুবিধাভোগীদের সংখ্যা কেবল মারাত্মকভাবে হ্রাস করেনি, বছরের পর বছর গড়ে ২৫ শতাংশ কম তহবিল ব্যয় করেছে। তিনি এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য “কম” বৃত্তির তথ্য তুলে ধরেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct