আপনজন ডেস্ক: সর্বসম্মতিক্রমে ফের সিপিএমের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মুহািম্মদ সেলিম। মঙ্গলবার হুগলির ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলনের শেষ দিন সেলিমকে রাজ্য সম্পাদক নির্বাচিত করে ৮০ জনের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে ১৪ জন মহিলাকে। তাঁরা হলেন, দেবলীনা হেমব্রম, রমা বিশ্বাস, রূপা বাগচী, গার্গী চট্টোপাধ্যায়, বিলাসী বালা, কণিকা ঘোষ, মধুজা সেন রায়, শ্যামলী প্রধান, মীনাক্ষী মুখোপাধ্যায়, অত্রেয়ী গুহ, গীতা হাঁসদা, শেখ হাসিনা, জাহানারা খান এবং কেঞ্জি রবিউল ফতেমা (আলেয়া)। এবারের ৮০ জনের কমিটিতে রয়েছেন ১১ জন নতুন মুখ। বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে যাওয়ায় রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন অশোক ভট্টাচার্য, বিকাশরঞ্জন ভট্টাচার্য, জীবেশ সরকার, অমিয় পাত্র, সুখেন্দু পানিগ্রাহী প্রমুখ। বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে। রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের সিপিএম নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে। তবে এবারের কমিটিতে দেখা গিয়েছে, বেশ কয়েকটি নতুন নাম। যাদের মধ্যে উল্লেখযোগ্য,দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক রতন বাগচী। কলকাতার সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক বিজয় পাল। সর্বসম্মতিক্রমে নির্বাচিত সেলিম বলেন, বিজেপি সাম্প্রদায়িক বিভাজন আনার চেষ্টা করছে, যার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যে ভিত্তি তৈরি করেছিল।
তিনি বলেন, রমজান, ঈদ, রামনবমী একের পর এক আসবে। এই সুযোগগুলি সাম্প্রদায়িক সহিংসতার জন্য ব্যবহৃত হবে। সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে সমস্ত সিপিএম কর্মীদের এলাকায় ছড়িয়ে পড়ার আহ্বান জানাচ্ছি। শত শত দলীয় কর্মীর উপস্থিতিতে সেলিম বলেন, “আজ ২৫ তারিখ, আগামীকাল ২৬ তারিখ থেকে আমরা পশ্চিমবঙ্গে ২০২৬ সালের নির্বাচনের জন্য লড়াই শুরু করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct