নিজস্ব প্রতিবেদক , কোচবিহার, আপনজন: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে দিনহাটা শহরে এক কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয়ে ওয়েলকাম গেট দেবী দুর্গার মূর্তি স্থাপনের মাধ্যমে তৈরি করার ঘোষণা দিয়েছেন। এর বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন দিল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন বলেন, ওয়েলকাম গেটের নকশা অবিলম্বে পরিবর্তন করতে হবে । সংগঠনের পরামর্শ পরিষদের সভাপতি কাওসার আলম ব্যাপারী বলেন, দিনহাটা তথা কোচবিহার জেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে সেখানে সরকারি কোষাগার থেকে এরকম একটা ওয়েলকাম গেট তৈরির চেষ্টা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। ধর্মীয় নিরপেক্ষতা বজায় রেখে একটি ওয়েলকাম গেট তৈরি হোক, তাতে সমস্যা নেই। কিন্তু দেবী মূর্তিকে রেখে ওয়েলকাম গেট তৈরি আমরা মেনে নেব না। ধর্মীয় নিরপেক্ষতার বজায় রেখে প্রস্তাবিত ওয়েলকাম গেটটি যদি তৈরি না হয়, তাহলে কোচবিহার জেলার সমস্ত জনসাধারণ প্রতিবাদ কর্মসূচিতে নামতে বাধ্য হবে। ইতিমধ্যে কোচবিহার জেলার বিভিন্ন মানুষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। আমরা আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টির স্পর্শকাতরতা বিবেচনা করে বিতর্কিত ওয়েলকাম গেট তৈরি বন্ধ করে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। এছাড়াও সংগঠনটির তরফে ওয়াকফ সংশোধনী বিল যাতে পাশ না হয় সেজন্য দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct