মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান, আপনজন: রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের নিয়ে কলকাতার ধনধান্যে সভা করছেন, তখন বাস্তবে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। অভিযোগ, পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঁচ দিন ধরে নেই কুকুর, বিড়াল বা ইঁদুরের কামড়ের প্রতিষেধক (ARV ভ্যাকসিন), যার ফলে রোগী এবং তাঁদের আত্মীয়রা পড়েছেন বিপাকে। বিগত ২০ জানুয়ারির পর থেকে এই হাসপাতালে একেবারেই মিলছে না ARV ভ্যাকসিন। সামর্থ্যবান রোগীদের পরিবার নিজের টাকায় বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে পারছেন, কিন্তু যারা অর্থাভাবে তা সম্ভব নয়, তাঁদের অসহায় অবস্থায় ফিরতে হচ্ছে।
পূর্বস্থলী ব্লক হাসপাতালেও একই পরিস্থিতি বলে জানা যায়। সোমবার এক ব্যক্তি তাঁর বিড়ালে কামড়ানো মেয়েকে চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ভ্যাকসিনের অনুপস্থিতির কারণে চিকিৎসা না করিয়েই ফিরে যেতে হয় তাঁকে। একই দিনে, কুকুরে কামড়ানো এক ব্যক্তি বাধ্য হয়ে নিজের টাকায় ফাইল কিনে কয়েকজন রোগীর সঙ্গে ভাগ করে ৩১০ টাকা খরচ করে এক ডোজ ভ্যাকসিন নেন।
কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস স্বীকার করেছেন যে, বেশ কয়েকদিন ধরে ভ্যাকসিন নেই। তবে জরুরি ভিত্তিতে গাড়ি পাঠানো হয়েছে, এবং সেটি ফিরলেই ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct