আপনজন: গতকাল রাতের আগে নেইমার শেষ কবে কোনো ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন? দিন হিসাব করে কেউ যদি পেছনের দিকে যেতে থাকেন, তাহলে হয়তো হতাশ হয়ে অর্ধেকেই থেমে যেতে হবে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ অবশ্য সেই হতাশাজনক কাজটিই করেছে এবং হিসাব করে রোববার রাতের আগে নেইমারের সর্বশেষ ৯০ মিনিট খেলার দিন-তারিখও বের করেছে।
সংবাদমাধ্যমটির হিসাবে নেইমার সর্বশেষ ৯০ মিনিট খেলেছেন ২০২৩ সালের ১২ অক্টোবর। সেদিন বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচে শেষবারের মতো পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন নেইমার। অর্থাৎ রোববার নেইমারের সর্বশেষ ৯০ মিনিট খেলার ৫০০ দিন পূর্ণ হয়েছিল।
তবে ৫০০ দিন পূরণের রাতেই সান্তোসের হয়ে মাঠে নেমে পুরো ম্যাচ খেললেন নেইমার। শুধু খেললেন বললে অবশ্য ভুল হবে। ক্যাম্পেওনাতো পলিস্তায় ইন্তারনাসিওনাল দি লিমেইরার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে নেইমার করেছেন অবিশ্বাস্য এক অলিম্পিক গোল।
ম্যাচের ২৭ মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করে থামিয়ে দেন দুয়ো দিতে থাকা দর্শকদের। কর্নারে নেইমারের নেওয়া বাঁকানো শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
কর্নার থেকে সরাসরি করা গোলকেই বলা হয় অলিম্পিক গোল। ১৯২৪ সালে সে সময়ের অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচে কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সিজারো ওনজারি। অলিম্পিক চ্যাম্পিয়নদের বিপক্ষে করার কারণেই এই গোলটি পরে অলিম্পিক গোল হিসেবে পরিচিতি পায়।
কর্নার থেকে সরাসরি করা গোলকেই বলা হয় অলিম্পিক গোল। ১৯২৪ সালে সে সময়ের অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচে কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সিজারো ওনজারি। অলিম্পিক চ্যাম্পিয়নদের বিপক্ষে করার কারণেই এই গোলটি পরে অলিম্পিক গোল হিসেবে পরিচিতি পায়।
নেইমারের রোনালদো উদ্যাপন
নেইমারের রোনালদো উদ্যাপনএক্স
এই গোলের পর নেইমারের উদ্যাপনটাও ছিল দেখার মতো। যে উদ্যাপনে তিনি ফিরিয়ে এনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকার মতোই গোল করে বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে উদ্যাপন সেরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৪৮১ দিন পর একাদশে নেইমার, গোল নেই, ড্রিবলেও জিরো
ব্রাজিলে ফেরার পর সান্তোসের হয়ে এটি নেইমারের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় গোল। পাশাপাশি তিনটি গোলে সহায়তাও করেছেন তিনি, যার দুটিই অবশ্য গতকাল রাতে লিমেইরার বিপক্ষে। সব মিলিয়ে দীর্ঘদিন পর মনে রাখার মতো এক ম্যাচই খেললেন নেইমার। এখন সামনের দিনেও ধারাবাহিকভাবে নেইমারের জাদু দেখার অপেক্ষা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct