আপনজন ডেস্ক: বয়সের কোটা ৩৯ পেরিয়েছে মাসখানেক আগেই। এই বয়সে অধিকাংশ ফুটবলারই তল্পিতল্পা গুছিয়ে ফেলেন। কিন্তু লুকা মদরিচ এখনও ব্যস্ত তার পায়ের জাদু দেখাতে। রোববার ঘরের মাঠে ডি বক্সের অনেকটা বাইরে থেকে দারুণ এক গোল করেন এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। পরে ভিনিসিয়ুসের আরেক গোলে স্প্যানিশ লা লিগায় জিরোনার বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় অল হোয়াইটরা। রিয়াল বস কার্লো আনচেলোত্তিও প্রশংসায় পঞ্চমুখ তার ক্রোয়াট শিষ্যকে নিয়ে। ইএসপিএনের মতে, সান্তিয়াগো বার্নাব্যুয়ে ম্যাচের ৪১তম মিনিটে করা মদরিচের গোলটি ছিল ২৯.৪ গজ দূর থেকে। তার লম্বা ক্যারিয়ারের এটিই সবচেয়ে দূর থেকে করা গোল। সেটি ছিল দেখার মতো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর কর্নার ফিরিয়ে দেন জিরোনার ডেভিড লোপেজ। বক্সের অনেকটা বাইরে থেকে বল পেয়ে যান মদরিচ। উড়ে আসা বল বুক দিয়ে নামিয়ে ভলি থেকে ডান পায়ে নিলেন জোরালো এক শট। কিছুই করার ছিল না গোলকিপার পাউলো গাজানিগার। গোলপোস্টের ডানপ্রান্তে উড়ে গিয়েও আটকাতে পারলেন না বল। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এখন আর নিয়মিত শুরু করতে পারেন না একাদশে। মাঠেও নামা হয়না অনেক ম্যাচে। তবুও মদরিচ দেখালেন, বয়স যতই বাড়ছে তার পায়ের ধারটাও আরও বাড়ছে। কচিকাঁচাদের জন্য নিয়মিত সুযোগ না পেলেও এখনও দলে অবদান রাখতে পারেন আগের মতোই। আর সে কারণেই চলতি মৌসুমে তাকে নতুন চুক্তি দেয় রিয়াল। সামনের মৌসুমেও তাকে সাদা জার্সিতে দেখা যাবে কি না তা সময়ই বলে দেবে। তবে কার্লো আনচেলোত্তি বরারবের মতোই খুশি তার শিষ্যকে নিয়ে। রিয়াল বস বলেন, ‘ফুটবলের জন্য মদরিচ একটি উপহার। সে যতদিন মনে করে ততদিনই খেলে যাওয়া উচিত। সে যেটাই করুক না কেন, সবসময় ভালো কিছুই করে। ফুটবল ও রিয়াল মাদ্রিদ, আমরা তার মতো একজন কিংবদন্তিকে পেয়ে সৌভাগ্যবান। গুরুত্ব, মান ও পেশাদারিত্ব দিয়ে সে সত্যিকারের এক উপহার।’ অন্যদিকে পা মাটিতেই রাখছেন মদরিচ। তার কাছে বরাবরের মতো দলই সবার আগে। তিনি বলেন, ‘এটিই আমার ক্যারিয়ারের সবচেয়ে দর্শনীয় গোল কি না জানি না। তবে এটি ভালো গোল ছিল। বার্নাব্যুয়ে গোল করা সবসময়ই বিশেষ কিছু। সাম্প্রতিক ম্যাচগুলোয় ফুটে উঠেছে যে আমারা ভালো অবস্থানে আছি। এটি ধরে রাখতে হবে এবং চালিয়ে যেতে হবে। আমি মনে করি দল হিসেবে আমাদের আরও ভালো করার সুযোগ আছে।’
এদিনের জয়ে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লস ব্লাঙ্কোসরা। সমপরিমাণ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্টও সমান। তবে গোল ব্যাবধানে (১১) এগিয়ে থেকে সবার ওপরে জায়গা করে রেখেছে হান্সি ফ্লিকের দল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct