আপনজন ডেস্ক: ২০০৮ সালে ওয়ানডে অভিষেক বিরাট কোহলির। সেই কোহলি সংযুক্ত আরব আমিরাতে প্রথমবার ওয়ানডে খেললেন চলমান চ্যাম্পিয়নস ট্রফিতেই। ভারতীয় ব্যাটসম্যান দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দারুণ একটি কীর্তিও গড়েছেন। কীর্তিটা যত দেশে ওয়ানডে খেলেছে তত দেশে সেঞ্চুরি করার।
কাল পাকিস্তানের বিপক্ষে পাওয়া সেঞ্চুরিটা এই সংস্করণে কোহলির ৫১তম। ৫০তম সেঞ্চুরিটা করে ২০২৩ সালেই শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড কেড়েছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। ওয়ানডে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এ পর্যন্ত ওয়ানডে খেলেছেন ১০টি দেশে। এই দশ দেশেই অন্তত একবার তিন অঙ্ক ছুঁয়েছেন কোহলি। একাধিক দেশে যাঁরা ওয়ানডে খেলেছে তাঁদের আর কারওরই সব দেশে সেঞ্চুরি নেই।
ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত—কোহলি এ পর্যন্ত ওয়ানডে খেলেছে এই দশ দেশে।
২০০৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়েছিলেন বাংলাদেশের মিরপুরে ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে। এরপর ইংল্যান্ড (২০১১), অস্ট্রেলিয়া (২০১২), শ্রীলঙ্কা (২০১২), ওয়েস্ট ইন্ডিজ (২০১৩), জিম্বাবুয়ে (২০১৩) নিউজিল্যান্ড (২০১৪) ও দক্ষিণ আফ্রিকায় (২০১৮) সেঞ্চুরি পেয়ে নয়ে নয় বানিয়েছিলেন কোহলি। দশে দশ যে দুবাইয়ে হলো সেটি তো আগেই বলা হয়েছে।
কোহলি ছাড়া ১০ বার এর বেশি দেশে ওয়ানডে সেঞ্চুরি আছে তিনজনের। তবে সনাৎ জয়াসুরিয়া, শচীন টেন্ডুলকার ও ক্রিস গেইলরা ম্যাচ খেলেছেন আরও বেশি দেশে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct