আপনজন ডেস্ক: চিকিৎসকদের জন্য সুখবর। এবার ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের ভাতা ১০ হাজার টাকা করে বাড়ানো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেইসঙ্গে রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন ১৫ হাজার টাকা বাড়ানো হয়েছে । সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । আর তাতেই প্রেক্ষাগৃহের মধ্যেই আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়লেন চিকিৎসকরা।
বলা বাহুল্য, সোমবার ডাক্তারদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ধন ধান্য স্টেডিয়ামে আয়োজন করা হয় বৈঠকের। সরকারি ও বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের চিকিৎসকরা সহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখান থেকেই চিকিৎসকদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, স্পেশালিস্ট চিকিৎসকদের বেতন বাড়ল ২৫ হাজার টাকা । পোস্ট গ্র্যাজুয়েট-পিজি ট্রেনিদেরও স্টাইপেন্ড বৃদ্ধি করা হবে ১০ হাজার টাকা। সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন বাড়ল ১৫ হাজার টাকা। চিকিৎসকেরা ন্যুনতম ৮ ঘণ্টা করে দিন।
সেইসঙ্গে মমতা আরও জানান, িচিকিৎসা মানেই সেবা, তাদেরকে জানাই স্যালুট। তাই চিকিৎসকরা প্রাইভেট প্র্যাক্টিস করতে যেতে পারবেন ৩০ কিমি এলাকা পর্যন্ত, আগে এটি ছিল ২০ কিমি। স্যালাইন কাণ্ডের সঙ্গে যুক্ত জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন তুলে নেওয়া হল। এখন হাসপাতালের সুরক্ষা বাড়ানো হয়েছে। এক কথায় বলা যায়, ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ সম্মেলন থেকে চিকিৎসকদের একাধিক সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে বৈঠকে ওবিসি মামলা প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, কয়েক লক্ষ ছেলেমেয়ের নিয়োগ বন্ধ হয়ে আছে। কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে একটা মামলা করা হয়েছে। তবুও ৪ লক্ষ ৪২ হাজার মানুষকে টেলি মেডিসিন মাধ্যমে সেবা দেওয়া হয়েছে ।’
সেইসঙ্গে স্বাস্থ্য কাঠামো নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাম আমলে স্বাস্থ্যক্ষেত্রে তলানিতে ঠেকেছিল। তৃণমূল সরকারের আমলে ৪০ হাজার বেড বেড়েছে। রাজ্যে আরও পাঁচ হাজার প্যারা মেডিক্যাল কর্মী নিয়োগ হবে। ডেঙ্গি, কালাজ্বর টিকায় বাংলা ১ নম্বরে। সেই সঙ্গে ২৬ হাজার নার্সিং এবং এমবিবিএসে ৪ হাজার ৩৪৫ সিট বেড়েছে। এখন রাজ্যের স্বাস্থ্য কাঠামোর উন্নতি হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে মমতা বলেন, মহিলা চিকিৎসকদের জন্য হস্টেলের ব্যবস্থা রয়েছে । হাসপাতালের সুরক্ষা বাড়িয়েছি। এবার থেকে হাসপাতালে সুরক্ষার দায়িত্বে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগের ভাবনা নেওয়া হয়েছে। মানুষদের কাছে চিকিৎসকদের অবদান অপরিসীম। চিকিৎসকদের রাজনীতির কোন রঙ নেই। তাঁরা মানবতার মুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct