সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: নবাবের শহর মুর্শিদাবাদ। শহরের একটি প্রান্তে কয়েক হাজার মানুষের বসবাস। অথচ সেখানে উন্নয়নের ছোঁয়া বলতে খুব একটা দেখা যায় না। কারণ সেই স্থানটির বসবাসযোগ্য সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে বিবেচিত। মুর্শিদাবাদ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তয়োববাগ এলাকা। যেখানে বসবাস করে নিম্নবিত্ত পরিবারের মানুষজন। সকাল হলেই বাড়ির বড়রা বেরিয়ে পড়েন কাজে। শিশুরা যায় বিদ্যালয়ে। সেই এলাকাটিকে দত্তক নিয়েছে লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারী কলেজ। কলেজের এনএসএস অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে সেখানে। বছর কয়েক আগে কাঁদার রাস্তায় ইঁটের কুঁচি ফেলে রাস্তা সংস্কার করেছিল তারা। এছাড়াও মাঝেমধ্যেই সেখানে বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে উপস্থিত হয় কলেজের এনএসএস ইউনিট। এবারে সেই এলাকার কচিকাঁচাদের নিয়ে শুরু হল ফ্রি কোচিং। প্রতি সপ্তাহে শনিবার বিকেলে হাসপাতালের পিছন দিকে তয়োববাগ মন্দিরের মাঠে এই ফ্রি কোচিং করানো হবে বলে জানান কলেজের অধ্যক্ষ ড. সুপম মুখার্জি। সেখানে শুধুমাত্র পড়াশোনা নয়, পাশাপাশি অঙ্কন-নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিমূলক শিক্ষার পাঠ দান করা হবে ওই কোচিংয়ে। সেই কোচিংয়ে কচিকাঁচাদের উৎসাহ বাড়াতে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct