সজিবুল ইসলাম , বহরমপুর, আপনজন: অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিনান সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেসনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে আগামী পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা প্রদানের লক্ষ্যে জেলার সকল ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ইফতার সামগ্রিক বিতরণ ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হলো রবিবার জেলা প্রশাসনের সভা ঘরে।
এদিনের সম্প্রীতির সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান,সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মাওলানা আব্দুর রাজ্জাক,মহকুমা শাসক বহরমপুর সদর, ডিএসপি হেডকোয়ার্টার, ডোমা রেনুকা খাতুন, আনসার আলী, মুজাফফর খান, আব্দুর সবুর ও একাধিক বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন। এদিনের সকল ইমাম মুয়াজ্জিন সাহেবদের অগ্রিম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সকল কে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct