এহসানুল হক , বসিরহাট, আপনজন: সৈয়দ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি পীর গোরাচাদ সাহেবের স্মরণে হাড়োয়ার মাজমপুরে যে ঐতিহাসিক সর্বধর্ম সমন্বয়ের সভা হয় রবিবার ছিল প্রথম দিন। কয়েক বছর ধরে এখানে গান বাজনার আসর বসত, সেটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে হাড়োয়ার মাজমপুরে বিশিষ্ট সমাজসেবী তথা হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা ও হাড়োয়া দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জমাদারের ঐকান্তিক প্রচেষ্টায় এ বছরেও সর্ব ধর্ম সমন্বয় সভা হল। উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে মায়াপুর ইসকনের প্রভু বলদেব বিদ্যা ভুষণ, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এবং অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু, প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তরের ভাইস চেয়ারম্যান ড: মোর্তজা হোসেন, নাখোদা মসজিদের ইমাম কারী শফিক আহমেদ, অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি হাফেজ আজিজুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক সহ একাধিক বিশিষ্ট অতিথি বর্গ। এদিন সর্ব ধর্ম সমন্বয় সভা থেকে বিশেষ বার্তা দেন বলদেব বিদ্যা ভুষন প্রভু ইসকন মায়াপুর, তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এই ঐক্যবদ্ধ না হলে সংবিধানকে রক্ষা করা যাবে না। এদিন সকল বক্তারা সর্বধর্ম সমন্বয় সভা থেকে বার্তা দেন যে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, বিশেষ এক শক্তির আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে চাইছে । আমাদের সবাইকে সম্প্রীতির রক্ষা করতে হবে। যাতে সম্প্রীতি বিনষ্ট না হয় তার জন্য ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct