এম এস ইসলাম , বর্ধমান, আপনজন: শিক্ষায় একটা জাতীয় ও সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই শিক্ষা ক্ষেত্রে দেখা গেছে নানা প্রতিকূলতা প্রতিবন্ধক। উন্নত আধুনিক মানবিক ও মূল্যবোধের শিক্ষা মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে । স্কুলগুলোতে নৈতিক শিক্ষার ব্যবস্থা নেই। এই অবস্থায় মাইনোরিটি ফেডারেশন পূর্ব বর্ধমান শাখার পক্ষ থেকে পূর্ব বর্ধমানের ঐতিহাসিক সংস্কৃত লোক মঞ্চের এনেক্স হলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে ৬০ টিরও বেশি সরকারি স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। আধুনিক শিক্ষার প্রসার, মানবিক মূল্যবোধ এবং সুস্বাস্থ্যকর শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা বিষয়ক মেন্টর, এনসিটিই জাতীয় শিক্ষক এবং দুর্গাপুর নেপালীপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক।
তিনি বলেন, “প্রধান শিক্ষকদের প্রথমে নিজেকে সংশোধন করতে হবে। সঠিক চিন্তাভাবনা ও পরিকল্পনার মাধ্যমে একটি টিম হিসেবে কাজ করে শিক্ষাপ্রতিষ্ঠানকে সফলভাবে পরিচালনা করা সম্ভব।” তিনি অভিভাবক, পরিচালন সমিতি এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার উপর জোর দেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সমীর মন্ডল (আইআইটি, পুণের ডিরেক্টর) এবং বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর ইউনুস। ডক্টর কলিমুল হকের ভিডিওগ্রাফি প্রদর্শনীর মাধ্যমে স্কুল পরিচালনার চ্যালেঞ্জ ও সাফল্যের কৌশলগুলি উপস্থিত শিক্ষকদের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন রাজ্য মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির রাজ্য সম্পাদক আলী হোসেন মিদ্দা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আলহাজ উদ্দিন। প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার ও জেলা পরিষদ সদস্য আজিজুল হক। শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক উজির আলী, বর্ধমান হাই মাদ্রাসার প্রধান শিক্ষক নওশাদ, ওরগ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ আলিম এবং শিক্ষা রত্ন পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ ফিরোজ, বিশিষ্ট সমাজসেবী সাংবাদিক শেখ মনোয়ার, সাংবাদিক আজিজুর রহমান সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রধান শিক্ষকরা এই সেমিনারে অংশ নেন। সমাপনী ভাষণে সভাপতি শেখ আলহাজ উদ্দিন আগামী দিনে ২০০০ শিক্ষক নিয়ে একটি বৃহৎ কর্মশালা আয়োজনের পরিকল্পনার কথা জানান। পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিষয়ক সেমিনার আয়োজনের প্রয়োজনে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এই সেমিনার শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্দীপনার সঞ্চার করবে বলে সকলেই আশাবাদী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct