নিজস্ব প্রতিবেদক , দার্জিলিং, আপনজন: ‘অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টে’র দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হলো সংখ্যালঘু প্রকল্প উন্নয়ন ও ওয়াকফ সচেতনতামূলক সভা । সভায় ইমাম-মুয়াজ্জিন ভাতার সমস্যা, সংখ্যালঘু লোন, ঐকশ্রী স্কলারশিপ নিয়ে আলোচনা হয় । পাশাপাশি দার্জিলিং জেলার সংখ্যালঘু দফতর পাহাড়ে হওয়ার কারণে সমতলের মানুষদের যেতে সমস্যা হয়, অন্যদিকে উত্তরবঙ্গের সংখ্যালঘু মানুষদের কলকাতা গিয়ে হজ সহ সংশ্লিষ্ট কাজকর্ম সম্পন্ন করতে হয়, এই পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে উত্তরবঙ্গের মিনি নবান্ন উত্তরকন্যায় একজন সংখ্যালঘু আধিকারিক নিয়োগ করার দাবিও জানানো হয়। এবিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী ও সংখ্যালঘু কমিশনের রাজ্য চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করে দাবিপত্র দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস ৷ এ দিনের সভায় সংগঠনের রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সম্পাদক মাওলানা শাহুদ আলম, জলপাইগুড়ির জেলা সভাপতি মাওলানা উজলুদ্দিন আহমেদ, আলিপুরদুয়ার জেলা সভাপতি মাওলানা আজিমুল হক, সংখ্যালঘু সেলের আখতার আলী প্রমুখ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct