আসিফ রনি , নবগ্রাম, আপনজন: এবার পুজো কমিটির মতো রমজানে মুসলিমদের ঈদগাহ কমিটিগুলোকেও ঈদের আগে সরকারি অর্থ অনুদানের দাবি তুললেন অধীর চৌধুরী। সেই সঙ্গে রমজান মাসে ইমাম মুয়াজ্জিনদের জন্য বোনাসেরও দাবি তোলেন তিনি। অধীর চৌধুরীর এমন দাবিকে ইতিবাচক হিসাবেই দেখছেন বিশিষ্ট মহল। এ দাবি কার্যকর হলে উপকৃত হবেন সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষজন।
এক সাংবাদিক বৈঠক থেকে রমজান মাসের জন্য সরকারের কাছে একাধিক দাবি তুলে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। সবজি ও ফলের দাম নিয়ন্ত্রণ , ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা, সরকারি কর্মচারীদের জন্য এক থেকে দেড় ঘণ্টা আগে ছুটি সহ বেশ কিছু দাবি তোলেন তিনি । তার মধ্যে অন্যতম পুজো কমিটির মতো ঈদগাহ কমিটিদের সরকারি অনুদানের দাবি তুলেন তিনি। সেই সঙ্গে মসজিদের ইমাম ও মুয়াজ্জেনদের জন্য রমজান মাসে বোনাসের দাবির কথা জানান অধীর চৌধুরী। বহরমপুরের প্রাক্তন সাংসদের দাবি ঈদের মাঠকে আলোকসজ্জায় সাজাতে ও অন্যান্য কাজের জন্য সরকার অর্থ অনুদান দিক যেমন ভাবে পুজোতে দেওয়া হয়। এতে করে সংখ্যালঘু সমাজের মানুষের মনে হবে না সরকার শুধু পুজোতেই অর্থ দেয়। অন্যদিকে ইমাম ও মুয়াজ্জিনদের প্রসঙ্গে অধীর বাবুর দাবি রমজান মাসে ইমাম এবং মুয়াজ্জিনদের বিশেষ দায়িত্ব পালন করতে হয়। তাই সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয় ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদের বোনাসের ব্যবস্থা করা হোক।
পবিত্র রমজান মাসে এক মাস মুসলিমরা উপবাস থাকেন। প্রায় ১২ ঘন্টা খাবার ও পানাহার থেকে বিরত থাকেন। রমজান মাস সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে থাকে। গরিবদের ক্ষুধার যন্ত্রণা কেমন তা অনুভব করতে পারেন সর্বস্তরের মানুষের। এমনকি রমজান মাসে দান ধানও বেশি পরিমাণে করে থাকে মানুষজন। সর্বদিক দিয়ে রমজান মাস সমাজের জন্য বয়ে নিয়ে আসে কল্যাণ ও এক গুরুত্বপূর্ণ বার্তা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct