আপনজন ডেস্ক: বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জরিমানা করেছে ভারতীয় আর্থিক অপরাধ সংস্থা ইন্ডিয়াস এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। ভারত সরকার জানিয়েছে, বিবিসিকে তিন লাখ ৯৭ হাজার ৯৮০ মার্কিন ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইনের আওতায় ২০২৩ সালের এপ্রিলে বিবিসির বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। এর দুমাস আগে সংবাদমাধ্যমের দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল দেশটির কর কর্তৃপক্ষ।
ইডির বিধিমালা অনুযায়ী, ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইন অনুযায়ী সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত পরিচালনা ও জরিমানা করার অধিকার রয়েছে সংস্থাটির।
ভারত সরকার বলছে, বিবিসির বিদেশি মালিকানার পরিমাণ হ্রাসের জন্য তাদের ২০২৩ সালের শুরুর দিকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। তাদের ২৬ শতাংশ বৈদেশিক শেয়ারের অনুমোদন ছিল। এর ফলেই তাদের জরিমানা করা হয়েছে। সংস্থাটির কার্যক্রম তত্ত্বাবধানে ব্যর্থতার দায়ে বিবিসির তিন পরিচালকের প্রত্যেককে প্রায় এক লাখ ৩২ হাজার ৪৩০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
অবশ্য এ বিষয়ে চূড়ান্ত কোনো আদেশনামা এখনও পায়নি বলে দাবি করেছে বিবিসি। এক বিবৃতিতে তারা বলেছে, আদেশের কোনো প্রতিলিপি এসে পৌঁছালে তা সঠিকভাবে পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
জানা যায়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশের পর বিবিসির বিরুদ্ধে কর কর্মকর্তারা অভিযান চালিয়েছেন।
ওই ডকুমেন্টারিতে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় মোদির নেতৃত্বকে প্রশ্ন করা হয়েছিল। সেই দাঙ্গায় সহস্রাধিক মানুষ প্রাণ হারান, যার সংখ্যাগরিষ্ঠই ছিলেন মুসলিম। এই ডকুমেন্টারিকে প্রোপাগান্ডা বলে প্রত্যাখান করেছিল ভারত সরকার। তারা অনুষ্ঠানটির সম্প্রচার এমনকি সামাজিক মাধ্যমে এর ক্লিপ শেয়ারেও নিষেধাজ্ঞা আরোপ করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct