আপনজন ডেস্ক: নবগঠিত সংখ্যালঘু কল্যাণ প্রতিষ্ঠান সংখ্যালঘু গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (এএমআরটিআই) ঘোষণার ছয় মাস পরেও কর্তাহীন অবস্থায় রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত ‘এএমআরটিআই’ সচিব পর্যায়ের বৈঠক না থাকায় এখনও পরিচালক পায়নি। সমাজবাদী পার্টির বিধায়ক রইস শেখ জানিয়েছেন, বিলম্বের ফলে ৬.২৫ কোটি টাকার তহবিল পাঁচ মাসেরও বেশি সময় ধরে অব্যবহৃত রয়েছে। বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজ্যে বারটি, মহাজ্যোতি, সারথি এবং অমৃতের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। একই ভিত্তিতে বিধানসভা নির্বাচনের আগে ২০২৪ সালের অগাস্টে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এএমআরটিআই গঠন করা হয়েছিল। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী দত্তাত্রেয় ভারনেকে লেখা চিঠিতে অবিলম্বে সংখ্যালঘূ খাতে বরাদ্দ টাকা খরচের কাজ ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন রইস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct