হাসান বশির , বহরমপুর, আপনজন: পরীক্ষা চলছে মাদ্রাসা বোর্ডের এর মধ্যে হঠাৎ আজ মুর্শিদাবাদে সারপ্রাইজ ভিজিটে মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট ড.আবু তাহের কামরুদ্দিন সাহেব ।
তিনি জেলার বিভিন্ন মাদ্রাসার পরীক্ষা সেন্টার গুলি ভিজিট করেন । তিনি দেবকুন্ড হাই মাদ্রাসা, ঝুনকা হাই মাদ্রসা,ভাবতা আজিজিয়া হাইমাদ্রসা এবং বেলডাঙ্গা দারুল হাদিস সিনিয়ার মাদ্রসা সহ বিভিন্ন জায়গায় যান এবং সাক্ষাৎ করেন কথা বলেন শিক্ষকদের সঙ্গে এবং মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট প্রফেসার ড.আবু তাহের কামরুদ্দিন সাহেব এর সাথে আনসার সাহেবও.সাহেবও.উপস্থিত ছিলেন। তিনি বলেন খুব ভালভাবে পরীক্ষা হচ্ছে যথাযত নিয়ম মেনেই চলছে । প্রকাশ থাকে যে এ বছর প্রায় সাড়ে ১৫ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষা দিচ্ছে বলে জানা গিয়েছে। মোট ৪১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া চলছে । আলিম ও হাই মাদ্রাসা পরীক্ষা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫,১১০। এর মধ্যে হাই মাদ্রাসায় ৪৭,৩৭৬, আলিম পরীক্ষায় ১২,৫০৩ এবং ফাজিল পরীক্ষায় ৫,১২৫ জন পরীক্ষার্থী। ২০ জেলা মিলিয়ে ২০৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct