আজিজুর রহমান , গলসি, আপনজন: পুলিশের মানবিক উদ্যোগে পরিবারে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার কনকনদিঘী গ্রামের বাসিন্দা সুখেন্দু বৈদ্য। খবর পেয়ে পরিবারের সদস্যরা গলসি থানায় এলে, পুলিশ সুখেন্দু বৈদ্যকে তার পরিবারের হাতে তুলে দেয়। শুধু তাই নয়, ট্রাফিক ওসি নিয়ামতুল্লাহ মহম্মদ ইব্রাহিম মানবিকতার পরিচয় দিয়ে নিজেই তাকে বাসে তুলে দিতে আসেন। এমনকি বাসভাড়াও মেটান নিজের পকেট থেকে। তার এই উদ্যোগের প্রশংসা করছেন এলাকাবাসী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ৪৮ বছর বয়সী সুখেন্দু বৈদ্য মানসিক ভারসাম্যহীন। তিনি গত ১৫ ফেব্রুয়ারি আচমকা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। অবশেষে, গত শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কুলগড়িয়া মোড়ে বারবার ১৯ নম্বর জাতীয় সড়ক পার হতে দেখে তাকে উদ্ধার করে পুলিশ।
ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা এক সিভিক ভলান্টিয়ার প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তিনিই ট্রাফিক ওসি নিয়ামতুল্লাহ মহম্মদ ইব্রাহিমকে খবর দেন।
ওসি নিজ উদ্যোগে তার নাম-পরিচয় জানার চেষ্টা করেন এবং রায়দিঘী থানার সহযোগিতায় সুখেন্দু বৈদ্যের এক আত্মীয়ের সঙ্গে কথা বলেন। এদিন সুখেন্দু বাবুর দুই নিকট আত্মীয় এসে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। পুলিশের এমন মানবিক কাজের প্রশংসা করেছেন সুখেন্দু বাবুর আত্মীয় শম্ভুনাথ হালদার ও অনিল নস্কর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct