চন্দনা বন্দ্যোপাধ্যায় , জয়নগর, আপনজন: জয়নগর মোয়ার পাশাপাশি পড়াশোনা, খেলাধুলাতে নজির রেখেছে। আর এবার আঁকার মধ্যে দিয়ে সারাদেশের মধ্যে নজির সৃষ্টি করলো জয়নগর।সর্ব ভারতীয় মেধা অঙ্কন রত্ন প্রতিযোগিতায় অসামান্য সাফল্য পেল এবার দক্ষিন ২৪ পরগনা। সম্প্রতি উওর ২৪ পরগনার নৈহাটির ঐকতান মঞ্চে সর্ব ভারতীয় মেধা অঙ্কন রত্ন প্রতিযোগিতায় দক্ষিন ২৪ পরগনার জয়নগরের অক্ষয় আর্ট এন্ড কালচার সংস্থা থেকে অঙ্কন প্রশিক্ষক অক্ষয় ঘোষের একশো জন প্রতিযোগিরা এই অঙ্কন রত্ন প্রতিযোগিতায় অংশ নেন।যার মধ্যে ২১ জন বিভিন্ন স্তরে পুরস্কৃত হয়।চ্যাম্পিয়ান হন জয়নগরের মেয়ে তৃষা মন্ডল, সে পায় ২৪ ক্যারেটের সোনার মূর্তি। দ্বিতীয় হন রুবিনী মুদিয়া, সে পায় সোনার পদক, তৃতীয় হয় জিনিয়া মোল্লা, সে ও পায় সোনার পদক। বাকি ১৮ জন সফল প্রতিযোগীরা সবাই রুপোর পদক পায়। আর এই সম্মাণ শুধু জয়নগর নয় সারা দেশের কাছে গর্বের। এই সম্মাণ পেয়ে খুশি কৃতি প্রতিযোগীরা। আনন্দিত জয়নগরবাসীরা।এ ব্যাপারে এই কৃতিদের অঙ্কন প্রশিক্ষক অক্ষয় ঘোষ বলেন,এত বড় সম্মাণ পেয়ে আমরা গর্বিত। আগামীদিনে আরও ছাত্র ছাএীরা এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে এগিয়ে আসবে। আজ ওদের জন্য জয়নগর আবার সারা দেশের কাছে নিজের নাম অক্ষন্ন রাখতে পারলো। আমি খুব খুশি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct