আপনজন ডেস্ক: ২০২৩ -এ প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষ করে ইন্টার মায়ামিতে উড়ে যান লিওনেল মেসি। আর্জেন্টাইন এই মহাতারকার যোগদানের পর দৃশ্যপট অনেকটা পাল্টেছে আমেরিকার মেজর লীগ সকারের ক্লাবটির। মাঠের খেলার ধারের সঙ্গে বেড়েছে ক্লাবের আয়সহ সামগ্রিক অনেক কিছুরই। কিন্তু এতকিছুর পর এবারও এমএলএসের সবচেয়ে দামি ক্লাব হতে পারেনি মেসির মায়ামি।
শুক্রবার বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস এমএলএসের বার্ষিক তালিকা প্রকাশ করে। সেখানে এবারও লীগটির সবচেয়ে দামি দল লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব। ক্লাবটির বর্তমান মূল্য ১২৫ কোটি মার্কিন ডলার। অন্যদিকে ইন্টার মায়ামির মূল্য ১২০ কোটি ডলার। এমএলএসের সবগুলো ক্লাবের গড় মূল্যের চেয়ে লস অ্যাঞ্জেলেসের মূল্য প্রায় দ্বিগুণ। ক্লাবটির এবারের মূল্য বেড়েছে চার শতাংশ। যদিও এই হিসেবে অনেকটাই এগিয়ে মায়ামি। গত বছরের চেয়ে এবার ক্লাবটির মূল্য বেড়েছে প্রায় ১৭ শতাংশ। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ১০০ কোটি ডলার আয় করে তালিকার তিনে আছে। আটলান্টা ইউনাইটেড ফুটবল ক্লাবের আয় ৯৭ কোটি ৫০ লাখ ডলার। ৮৭ কোটি ৭৫ লাখ ডলার আয়ে শীর্ষ পাঁচে নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাব।
বছর দুই আগে আর্জেন্টাইন মহাতারকার দলে যোগদানের পর একপ্রকার বিপ্লব ঘটে যায় মায়ামিতে। আসতে থাকে একের পর স্পন্সরশিপ, পকেটে ঢুকতে থাকে মোটা অঙ্কের টাকা। শুধুমাত্র এই স্পন্সরশিপ থেকেই থেকেই রেকর্ডসংখ্যক আয় হয় ক্লাবটির। দলের সমর্থকও বাড়তে থাকে হু হু করে। ক্লাবটি চলে আসে আলোচনার তুঙ্গে। মেসির যোগদানের আগের বছর অর্থাৎ ২০২২ -এ ইন্টার মায়ামির যা মূল্য ছিল, তা বর্তমান সময়ের অর্ধেক। তবে এমন পরিবর্তনে নিশ্চয়ই কপালে চোখ ওঠেনি ফুটবল বিশ্বের। কেননা এমনটা তো হবারই কথা ছিল, নামটা যে মেসি। এসব না ঘটলে হয়তো বিস্ময় প্রকাশ করা যেত। গত বছর মেজর লীগ সকারের শেষ মৌসুমে রেকর্ড ৭৪ পয়েন্টে প্রথমবারের মতো সাপোর্টাস শিল্ড জেতে মায়ামি। সেবার সেরা ফুটবলার হন মেসিই। যদিও পরে প্লে অফে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় দল। মেসি ছাড়াও মায়ামিতে আছে তারই বার্সেলোনার একসময়ের সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুসকেতস ও লুইস সুয়ারেজ। পরে ক্লাবটির নতুন কোচ হিসেবে আসেন ক্লাব ও জাতীয় দলের মেসির আরেক সাবেক সতীর্থ হাভিয়ের মাশচেরানো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct