ব্যাংকে বার্ষিক লেনদেন ছাড়িয়ে গেছে প্রায় দেড় কোটি। তাই আয়কর দফতর থেকে এল ট্যাক্স দেওয়ার নোটিশ। অথচ যাকে ওই নোটিশ পাঠানো হয়েছে তিনি নিতান্তই দিনমজুর। এখন বুঝে উঠতে পারছেন না কি করে আয়কর মেটাবেন বা নোটিশের জবাব দেবেন।
সেই হতভাগা দিনমজুর হলেন সানাধারা গন্ড। বাড়ি ওড়িশার নবরংপুর জেলার পুরজারী ভরান্দি গ্রামে। সোমবার তার বাড়িতে আয়কর দফতর নোটিশ পাঠিয়ে বলেছে, ২০১৪-১৫ বর্ষে তার কর্মচারীদের জন্য তার ব্যাংকে কোনদেন হয়েছে ১.৪৭ কোটি টাকা। তাই তাকে, ২.৫৭ লাখ টাকা আয়কর মেটাতে হবে। তাই ভেবে পাচ্ছেন না কি করবেন।
এ ব্যাপারে ওই দিনমজুর বলেন, পাপ্পু আগারওয়াল নামে একজনের কাছে ভৃত্যের কাজ করতেন প্রায় সাত বছর। সেই সময় একটা সাদা কাগজে সই করে নিয়েছিলেন আগারওয়াল। তাই তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পারছেন।